ঢাকা: অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টেন' তাদের ‘ফ্যামিলি ফিউড’ নামক কুইজ শোতে নারীবিদ্বেষী প্রশ্নের জন্যে ক্ষমা চেয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার টেলিভিশনে ‘ফ্যামিলি ফরচুনস ইন দ্য ইউকে’ শিরোনাম’র কুইজ শোতে অনুষ্ঠান সঞ্চালক গ্রান্ট ডেনইয়ার প্রতিযোগীদের প্রশ্ন করেছিলেন, মানুষ যেসব কাজকে নারীদের চাকরী বা কাজ বলে মনে করে এমন কয়েকটি কাজের নাম বলুন। উত্তরে প্রতিযোগীরা রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, নার্সিং, হেয়ারড্রেসিং, বাড়ির কাজ, থালাবাসন পরিষ্কার করা, অভ্যর্থক ও কাপড় পরিষ্কার করাকে নারীদের কাজ বলে উল্লেখ করেছিল।
এর আগে প্রতিযোগীদের প্রশ্ন করা হয়েছিল, মানুষ পুরুষদের কাজ বলতে আসলে কোন কাজকে বুঝে এমন কয়েকটি কাজের নাম বলুন। প্রতিযোগীরা উত্তরে বলেছিল, ঘরবাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য, মেকানিক ও কাঠমিস্ত্রী পুরুষদের কাজ।
একটি টেলিভিশন চ্যানেলে এমন প্রশ্নকে সবাই নারীবিদ্বেষী তথা ‘সেক্সিস্ট’ ও ‘মিসওগিনিস্ট’ বলে উল্লেখ করেছেন। এ নিয়ে ফেইসবুক, টুইটার তথা সাইবার দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার ফেইসবুকে টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা নারী ও পুরুষদের কাজ সম্পর্কে কুইজ শোতে যে প্রশ্ন করেছি তার জন্যে ক্ষমা প্রার্থনা করছি।
এক টুইটার বার্তায় গ্রান্ট ডেনইয়ার বলেছেন, প্রশ্নের এমন উত্তরের জন্যে আমাদের দায়ী করবেন না। তারা আপনাদেরই অস্ট্রেলিয়ার লোক।
(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এসইউএল)