দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবির মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৪ ১৮:০৯:৪৭

ঢাকা : দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবির অবিলম্বে মুক্তি দাবি করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং বিএফইউজে’র সকল অঙ্গ ইউনিয়ন নেতৃবৃন্দ আজ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের চলতি দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ মহা-পরিদর্শক (এআইজি) প্রলয় কুমার জোয়ার্দার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজী (আইসিটি) আইনে রাজধানীর সুত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার জের ধরে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় গোয়েন্দা পুলিশ রবিকে গ্রেপ্তার করে ও পরবর্তীতে রিমান্ডে নেয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের আন্দোলনের ফলে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের যে কোনও মামলায় গ্রেপ্তার করা বন্ধ করেন। কিন্তু আইসিটি আইন করার পর পুলিশ প্রত্রিকায় প্রকাশিত যে কোনও প্রতিবেদনের ক্ষেত্রে আইসিটি আইনে মামলা ও সাংবাদিকদের গ্রেপ্তার করছে। যা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ কথায় কথায় পুলিশ কর্তৃক আইসিটি মামলা দায়ের ও সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন। কারণ কোনও সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই ধরনের মামলা ও গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতাকে দুর্বল করবে।
নেতৃবৃন্দ বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক রবির মুক্তির দাবিতে ও পুলিশের আইসিটি আইনের অপব্যবহারের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলা হবে।
বিএফইউজে নেতৃবৃন্দ একই সাথে আসন্ন শারদীয় দূর্গা পুজা ও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুজা ও ঈদের আগেই মালিকপক্ষ সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধ করবে। যাতে করে সাংবাদিকরা এই দু’টি উৎসব যথাযথভাবে উদযাপন করতে পারেন।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এমএটি)