logo ০৭ আগস্ট ২০২৫
সাংবাদিকদের পুরস্কার দেবে ডিআরইউ ও গ্রামীণ ফোন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:১৩:১০
image

ঢাকা: শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য ২৫ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিকদের ‘ডিআরইউ-গ্রামীণফোন অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।


অক্টোবরের শেষ সপ্তাহে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।


এ জন্য আগ্রহীদের ১০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।


ইলিয়াস খান বলেন, ‘অন্যান্যবারের মতো এবারও ডিআরইউ ২৫ বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য গ্রামীণফোনের সহায়তায় সদস্য সাংবাদিকদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ১০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সংগঠনের কার্যালয়ে আগ্রহীরা বিষয় অনুযায়ী প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও বেতারের প্রতিবেদন জমা দিতে পারেন।’


শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন মারক্যাস এডকটুসন বলেন, ‘শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান সাংবাদিকতার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।’


২৫টি পদকের মধ্যে তিনটি পদকের সম্মানী ১ লাখ টাকা এবং ২২টি পদকের সন্মানী ৭৫ হাজার টাকা ধরা হয়েছে। পাশাপাশি সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুরসালীন নোমানী ও গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের মহাপরিচালক মো. হাসান।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম)