logo ১০ মে ২০২৫
হার্ট অ্যাটাকে সাংবাদিক মনিরের মৃত্যু হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৫৭:৫৬
image

ঢাকা: পুরান ঢাকার বংশাল থানার সাদমান ইন্টারন্যাশনাল হোটেলে মনিরুজ্জামান মনির (৪৫) নামের এক সাংবাদিকের হার্ট এ্যাটোকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।


মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রেখেছে।


মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে তার ভগ্নিপতি মোহাম্মদ ইদ্রিস আলম তার লাশ সনাক্ত করেন। তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর তিনি অফিসিয়াল কাজে ঝালকাঠি থেকে ঢাকায় আসেন।


তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক ছিলেন। মৃত মোহাম্মদ মনিরুজ্জামান মনির ঝালকাঠি জেলার সদর থানার সাহের মোড় গ্রামের আবদুল মজিদের ছেলে।


বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তার ধারনা উচ্চ শব্দের কারণে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।


তবে মৃতের লাশের ময়না তদন্তও করা হবে। ময়না তদন্ত শেষে মৃত মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের লাশ প্রথমে ভোরের কাগজের অফিসে এবং পরে দেশ টিভির কার্যালয়ে নেয়া হবে। সেখানে জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে তার লাশ গ্রামর বাড়ি ঝালকাঠির উদ্দেশ্যে নেবে তার পরিবার।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মৃত মনিরুজ্জামান দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি।


মঙ্গলবার দুপুর দুইটার দিকে হোটেলের ৬০৩ নম্বর কক্ষ থেকে  মনিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে হোটেলের কর্মচারী  আনিস ও সোহেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএ/এএসএ)