logo ১০ মে ২০২৫
অবরুদ্ধ বাসসের এমডি, নিউজের কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:৫২:৩৬
image

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মনোজ কান্তিকে অবরুদ্ধ করেছে সংস্থাটির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। ক্ষুব্ধ নেতাকর্মীরা ব্যবস্থাপনা সম্পাদকের নিয়োগদানের প্রতিবাদে নিজ কক্ষে তাকে অবরুদ্ধ করে রেখেছে । সংস্থাটির কার্যালয়ে মঙ্গলবার দুপুর পৌঁনে ২টা থেকে মনোজসহ বেশ কয়েকজন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।


ওই সময় থেকে এখন পর্যন্ত বাসসের নিউজের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া সংস্থাটির কার্যালয়ের টেলিফোন ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/টিএ)