logo ১০ মে ২০২৫
সচিবালয় সাংবাদিক ফোরামের সদস্য তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১৭:৪৯:০৭
image

ঢাকা: বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। নবনির্বাচিত নির্বাহী কমিটি বুধবার ৫৬ জন স্থায়ী সদস্য এবং সাত জন অস্থায়ী সদস্যের তালিকা চূড়ান্ত করে।


বৃহস্পতিবার বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কেবল বিএসআরএফ-এর ফরম জমা দিয়ে আবেদন করা হয়েছে শুধু তাদেরকে তালিকায় রাখা হয়েছে। যারা ফরম কিনেও জমা দেননি, তাদের নামগুলো নির্বাহী কমিটির বিবেচনায় আসেনি।


তবে জমা না হওয়া ফরমগুলো জমা হলে সংগঠনের নির্বাহী কমিটি পরবর্তীতে আবেদনকারীদের সদস্য পদ দেয়ার বিষয়টি বিবেচনা করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


উল্লেখিত তালিকায় থাকা কোনো ব্যক্তির ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে তা আগামী ২৮ আগস্টের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


একইসঙ্গে যারা ফোরামের সদস্য হতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে ফোরামে।


(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচআর/এএসএ)