logo ১০ মে ২০২৫
ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গণি চন্দন আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৪ ১২:০২:২৪
image

ঢাকা: বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এবং দৈনিক মানবকণ্ঠের ফিচার এডিটর ওবায়দুল গনি চন্দন আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


আজ শনিবার সকালে তিনি মারা যান। লেখক হিসাবেও তার পরিচিত রয়েছে। তার লাশ দৈনিক মানবকণ্ঠ  কার্যালয়ে রাখা হয়েছে।শনিবার সকালে হঠাৎ অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স ছিল ৪১ বছর।তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে।



অগ্রণী ব্যাংক সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত এই সাংবাদিক কর্মজীবনে বাংলাভিশন , বৈশাখী ও ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।


তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ‘কান নিয়েছে চিলে’ ‘আমার মানুষ গান করে’ ‘থাকছি ঢাকায় সবাই ফাইন চারশো বছর চারশো’ ‘আঙুল ফুটে বটগাছ’ ‘লেবেন ডিশের লেবেনচুষ’ ‘ভ্যাবলা ছেলে ক্যাবলাকান্ত’ ও ‘সবুজ সবুজ মনটা অবুঝ’।



তাকে হাসপাতালে নেয়ার পর অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন। বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, "অনুজপ্রতীম ছড়াকার ওবায়দুল গণি চন্দন হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেস। সজল আশফাকের কাছ থেকে খবরটি জানার পর থেকে কিছুই ভালো লাগছে না। প্রিয় চন্দন, তোমার জন্যে আমার সবটুকু শুভ কামনা। তুমি সুস্থ হয়ে ওঠো দ্রুত। আমি তোমার নতুন বইটির অপেক্ষায় আছি। তুমি নিজ হাতে আমাকে বইটি উপহার দেবে। বইমেলায় তোমার সঙ্গে আমার দেখা হবার কথা ছিল। কথাটি মনে রেখো, প্লিজ!”


ছড়াকার ওবায়দুল গণি চন্দনের শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক প্রভাষ আমিন বলেন, "ওবায়দুল গণি চন্দনের যখন ছন্দে-ছড়ায়-তর্কে বইমেলা মাতিয়ে রাখার কথা, তখন সে শুয়ে আছে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে। এটা আল্লাহর কেমন বিচার হলো? চন্দন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বইমেলায় চলে আসুন। বইমেলায় আপনাকে না দেখলে একদম ভালো লাগবে না।"




(ঢাকাটাইমস/১৬আগস্ট/এএ/এআর/ ঘ.)