ওবায়দুল গনির মৃত্যুতে খালেদা জিয়ার শোক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৪ ২০:০৬:৪৩

ঢাকা: ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গনি চন্দনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ওবায়দুল গনি চন্দনের মৃত্যুতে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
খালেদা জিয়া বলেন, মরহুম ওবায়দুল গণির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাংবাদিকতার পাশাপাশি দেশের সম্ভাবনাময় একজন ছড়াকার হিসেবে দেশ, মাটি ও মানুষের প্রতি তার অগাধ ভালবাসা ছিল।
খালেদা জিয়া বলেন, ওবায়দুল গনি দেশ-মাতৃকার অজস্র উপাদানকে তাঁর ছড়ার বিষয়বস্তু করেছিলেন। তার সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনে তার দৃঢ়তা প্রশংসনীয়। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি।
খালেদা জিয়া মরহুম ওবায়দুল গণি চন্দনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম ওবায়দুল গণি চন্দনকে সমাজের কাছে দায়বদ্ধ একজন উদীয়মান ছড়াকার হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চন্দন সাংবাদিকতা জগতে নক্ষত্র ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
(ঢাকাটাইমস/ ১৬ আগস্ট/ কেএস/ এএসএ)