`এই সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে আন্দোলন চলবে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা টাইমস
১৪ আগস্ট, ২০১৪ ১৫:৫১:৩৬

ঢাকা: সম্প্রচার নীতি বাতিল না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন চলবে। স্বাধীন দেশে এরকম একগুয়েমি সম্প্রচার নীতি কখনোই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী সংঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।
রুহুল আমীন গাজী বলেন, কয়েকটি সংবাদ প্রতিষ্ঠান বন্ধ করেই সরকার প্রমাণ করেছে তারা কীভাবে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরতে পারে।
তিনি বলেন, সরকারের দুর্নীতি, মিথ্যাচার, অপকর্ম সংবাদ মাধ্যমে যেন উঠে না আসে সেই জন্যই জাতীয় সম্প্রচার নীতিমালাকে নিজেদের মতো করে সাজানো হয়েছে। অতীতেও তারা এ পন্থা অবলম্বন করেছে। এই সরকার ক্ষমতায় আসলেই এরকম হীন কাজ করে।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহম্মেদ বলেন, সবার মতামত না নিয়ে বর্তমান অবৈধ সরকার নিজের মতো করে সম্প্রচার নীতিমালা তৈরি করে বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে শুধু খর্বই করবে না ধ্বংস করবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, দেশে একনায়কতন্ত্র গড়ে তোলার পায়তারা করছে এই সরকার। গণমাধ্যমের ওপর তারা নিয়ন্ত্রণ আনতেই এ ধরণের নীতিমালা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেন, বর্তমান সরকারের অতীত থেকে শিক্ষা নেয়া উচিত। অতীতেও এরকম হীন কার্য্যক্রম অনেকেই করতে চেয়েছে। কিন্তু কেউ সফল হয়নি।
সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা দ্রুত জাতীয় এই সম্প্রচার নীতিমালা বাতিল করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানান।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এএম )