তিন পত্রিকার বিরুদ্ধে সাংসদ কামাল মজুমদারের মামলা
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১২:৫৮:২৫

ঢাকা: দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান পত্রিকার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে ৬টি মামলা করেছেন ঢাকার মিরপুরের এমপি কামাল আহমেদ মজুমদার।
মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে বৃহস্পতিবার তিনি নিজে ঢাকার সিএমএম এবং জেলা জজ আদালতে মামলাগুলো দায়ের করেন।
মামলাগুলোর মধ্যে দেওয়ানি ৩টি মামলায় প্রত্যেকটিতে একশ কোটি টাকা করে ৩ শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মামলাগুলোর আসামিরা হলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক কামরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক আমির হোসেন এবং পত্রিকা দুটির প্রতিবেদক তোফাজ্জেল হোসেন রুবেল।
ফৌজদারি মামলাগুলোয় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল ইসলাম এবং এস এম আশিকুর রহমান ডিবি পুলিশের যুগ্ম কমিশনারকে অভিযোগের সত্যতা যাচাই করে আগামী ২০ নভেম্বরের মধ্যে প্রতিদেন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
দেওয়ানি মামলাগুলোয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং ৪র্থ যুগ্ম জেলা জজ আসামিদের প্রতি সমন জারি করেছেন।
গত ১৮ আগস্ট দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “ এমপি কামাল মজুমদারের ব্যক্তিগত আদালত ও উন্নয়ন কমিটি, সমন্তরাল সরকার” ও একই দিন ডৈইলি সান পত্রিকায় “প্যারালাল গর্ভেমেন্ট অফ এন এমপি” শিরোনামে এবং গত ১৭ আগস্ট দৈনিক প্রথম আলোয় “সাংসদের দপ্তরে আদালত” শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই প্রতিদেনগুলোতে প্রকাশিত তথ্য মানহানিকর উল্লেখ করে মামলাগুলো দায়ের করা হয়।
(ঢাকাটাইমস/২১আগস্ট/আরজেড/এমএম/এএসএ)