রংপুর: একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে পুলিশি নির্যাতন করার প্রতিবাদ এবং দায়ী পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।
রবিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তার বলেন, অখিল পোদ্দারকে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়নি। বরং নির্যাতন করা হয়েছে দেশের সব সাংবাদিককে। তাই তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, একুশে টিভির লিয়াকত আলী বাদল, এশিয়ান টিভির রংপুর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রফিক, দৈনিক রংপুর চিত্রের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৈৗমিক, বাংলা নিউজের সাজ্জাদ হোসেন বাপ্পি, দেশ টিভির আবু আসলাম, আর টিভির জাহাঙ্গির আলম বাদল প্রমুখ।
(ঢাকাটাইমস/ ৩১আগস্ট/ আরআই/ জেডএ.)