logo ১০ মে ২০২৫
ইনকিলাব বার্তা সম্পাদক কারাগারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৪ ২১:৩৪:৪৯
image

ঢাকা: দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে পাঁচদিন রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আদালত এ আদেশ দিয়েছেন।


মঙ্গলবার ৫ দিন রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আজিজুর রহমান।


এ সময় রবিউল্লাহ রবির আইনজীবী সৈয়দ আহমেদ গাজী তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে গত ২০ আগস্ট তাকে মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন।


গত ১৮ আগস্ট ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। যাতে বলা হয়, পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশের এআইজি প্রলয় কুমার জোয়ার্দার পুলিশ বাহিনীতে তৈরি করেছেন অঘোষিত হিন্দু লীগ।


ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও আইসিটি আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশের এআইজি প্রলয় কুমার জোয়ার্দার তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা দায়ের করেন।


মামলায় ইনকিলাবের প্রকাশক ও সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়।  ১৯ আগস্ট রাত পৌনে ১২টায় রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাবের কার্যালয় থেকে রবিউল্লাহ রবিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


(ঢাকাটাইমস/২৬আগস্ট/এএসএ)