logo ১০ মে ২০২৫
শেরপুরে নতুন ১০ গ্রাম প্লাবিত
শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৪ ১৫:৩৯:২১
image

শেরপুর: শেরপুর জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত দুই দিনে বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।


নিহতরা হলেন- চরশ্রীপুর গ্রামের জানিক মিয়ার ছেলে ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রশিদ ও জুগনিবাগ খড়িয়া গ্রামের জমশেদ আলী।


শেরপুর সদর উপজেলায় গত সাত দিনে মোট ৩০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। গ্রামগুলো হলো- কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর, গোয়ালপাড়া, ৬ নম্বরচর, নিচ কামারেরচর, চরমুচারিয়া ইউনিয়নের হরিন ধরা, টালিয়া পাড়া এবং চর পক্ষীমারি ইউনিয়নের জঙ্গলদি, টাকিমারি, ডাকপাড়া ও খাসপাড়া।


এদিকে, শেরপুর-জামালপুর সড়কের শেরপুর সদর উপজেলার পোড়ার দোকান এলাকায় ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির পরিমাণ বেড়েছে।


শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসানুজ্জামান জানান, রবিবার সকালে ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬.০৯ সেন্টিমিটার। তবে ব্রহ্মপুত্র নদের পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদসীমার কয়েক ইঞ্চি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, বন্যায় চরাঞ্চলের ৩৫০ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।


(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমআর)