logo ১০ মে ২০২৫
সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান সম্পাদক পরিষদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৪ ১৭:০৪:৪০
image

ঢাকা:জাতীয় সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করেছেন সম্পাদক পরিষদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার বিকালে সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় এই নীতিমালার তীব্র সমালোচনা করা হয়। দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা সভা শনিবার বেলা পৌনে চারটার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক এ সভা শুরু হয়।শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়।


সভা পরিচালনা করছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এতে সভাপতিত্ব করছেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। মূল আলোচনা শুরু করবেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।



অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ব্রডকাস্ট নীতিমালার একটি গেজেট আমরা হাতে পেয়েছি। এ নীতিমালায় টেলিভিশনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে দেয়া হয়েছে। এর ধারাগুলো দেখে আমরা যে ধরনের মনোভাব পাই তা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি।


তিনি বলেন, একই সঙ্গে অনলাইন মিডিয়াকেও এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘এ ধরনের কোনো আচরণবিধি করা যায় কি না, সম্পাদক পরিষদের আগামী সভায় এ বিষয়ে আলোচনা হবে।’


আলোচনা সভায় প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিপদের মধ্যে আছি। এর মধ্যে এ সম্প্রচার নীতিমালা আরেকটি নতুন বিপদ। এটাকে আপদও বলা যায়। আশা করব, সম্পাদক পরিষদ এ চ্যালেঞ্জকে মোকাবিলা করবে।’ তিনি বলেন, গণমাধ্যমের ওপর যে আক্রমণ হচ্ছে, এটার একটা বড় কারণ হলো সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই। এই বিভাজন দুঃখজনক।


সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘এ সম্প্রচার নীতিমালা অপ্রত্যাশিত। এটা কণ্ঠরোধ করবে। এমনিতেই গণমাধ্যম নিয়ন্ত্রিত। মালিক নিয়ন্ত্রণ করেন, যাঁরা বিজ্ঞাপন দেন তাঁরা নিয়ন্ত্রণ করেন, আবার সরকার আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রণ করে। এই নীতিমালা অত্যন্ত ভয়ংকর, এটা প্রত্যাখ্যান করা দরকার।’


সাম্প্রতিক সময়ে গণমাধ্যম বিষয়ক কিছু নীতি ও আইন তৈরি এবং এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন- আইনজীবী এম আমীর-উল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সহ-সভাপতি এ কে আজাদ, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ প্রমুখ।



(ঢাকাটাইমস/৩০আগস্ট/এএসএ/এআর/ ঘ.)