logo ১০ মে ২০২৫
নিরাপত্তার মুখোশ খুলে রাজপথে নামুন: শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১২:১০:১০
image


ঢাকা: নিরাপত্তার মুখোশ খুলে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী নির্যাতন ও ড. মাহবুব উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শওকত মাহমুদ বলেন,  আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমার সরকারের বিরুদ্ধে জিহাদ করে জেলে গেছেন। আমারাও সত্য কথা বলবো এবং সরকারের বিরুদ্ধে আমাদের জিহাদও অব্যাহত থাকবে।

তিনি ড. মাহবুব উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, রাজপথে রক্ত দিয়ে হলেও পেশাজীবীদের ওপর হামলা বন্ধ করা হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত করা হবে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না মাহবুব উল্লাহর হামলাকারীদের গ্রেপ্তার ও সাগর-রুনিসহ পেশাজীবীদের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাজীবীদের ভয় দেখানো হচ্ছে। কিন্তু আমরা সরকারের রক্তচক্ষুকে ভয় পায় না।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এ জাহিদ হোসেন, সাংবাদিক নেতা এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/ ১৬ সেপ্টম্বর/ কেএস/ জেডএ.)