logo ১০ মে ২০২৫
হোটেলে সাংবাদিকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:১৭:২৮
image

ঢাকা: পুরান ঢাকার বংশাল থানার সাদমান ইন্টারন্যাশনাল হোটেলে মনিরুজ্জামান মনির (৪৫) নামের এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে রেখেছে।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মৃত মনিরুজ্জামান দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির  ঝালকাঠি জেলা প্রতিনিধি ছিলেন।


মঙ্গলবার দুপুর দুটার দিকে হোটেলের ৬০৩ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হোটেলের কর্মচারী  আনিস ও সোহেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, মনির কবে হোটেলে উঠেছেন এবং তার কক্ষে কারা প্রবেশ করেছিলেন এসব তথ্য জানতে হোটেলের দুইজন কর্মচারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএ/এএসএ)