প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৪ ১৯:২৫:১৯
কুড়িগ্রাম: মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ ও কার্টুন প্রকাশ করায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটোসাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে কুড়িগ্রামের মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন।
কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম মামলাটি গ্রহণ করে আগামী ৯ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলা সূত্রমতে, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর আলপিনে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, ২০১৩ সালের ১১ মার্চ রসআলোতে সুরা লোকমানের ভুল ব্যাখ্যা দেয়া হয় এবং ২০১৪ সালে ৬ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সিঁদুর নিয়ে কটূক্তি করায় এ মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট লুৎফর রহমান।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এমএম)