ডিআরইউতে হেলথ ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:৩৭:০২
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাক, কান ও গলা রোগ বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় ডিআরইউর মিলনায়তনে ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
হেলথ ক্যাম্পে ডিআরইউর সব সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা নিয়েছেন। ক্যাম্পে চিকিৎসা দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, জামিল আহসান শিপু, আমিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/ ৩০ সেপ্টেম্বর/ এইচএফ/ঘ.)