logo ০৯ মে ২০২৫
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক গোলাম ফারুক
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৪ ১৯:২৮:১৩
image

ময়মনসিংহ: চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক বণিক বার্তার প্রয়াত ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক। ময়মনসিংহের নিজ গ্রাম পোশমাইলে তাকে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।


জানাজার আগে শোকসভা করা হয়। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম ফারুকের বাবা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ডা. কে আর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মতিন সরকার,  ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া, দৈনিক বণিক বার্তার চিফ রিপোর্টার মীর মনিরুজ্জামান প্রমুখ।


নিজগ্রাম পোশমাইলে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এর আগে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গোলাম ফারুকের প্রথম জানাজা সম্পন্ন হয়।


এ সময় সাংবাদিক গোলাম ফারুকের প্রথম জানাজায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, বিজ বাংলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এম এ মঈন, দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সোমবার রাত নয়টার দিকে নিজ বাড়িতে অবস্থানের সময় গোলাম ফারুক হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।


সোমবার রাতেই ময়মনসিংহ থেকে গোলাম ফারুকের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ রাজধানীর কারওয়ান বাজারের দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিক গোলাম ফারুক দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সমকাল, আনন্দ ভুবন ও এবিসি রেডিওর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।


(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এএসএ)