আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি ডিইউজের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১৮:৩৩:০৭

ঢাকা : দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সাংবাদিক ছাটাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। সবধরণের অনিয়মের বিরুদ্ধে তারা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বুধবার এক বিবৃতিতে বলেন, কোনও ধরণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে আলোকিত বাংলাদেশ থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককে চাকুরিচ্যুত করা হয়েছে। বারবার তাগাদা দেয়া হলেও এসব সাংবাদিকের পাওনা পরিশোধ করা হচ্ছে না।
বিবৃতিতে নেতারা অবিলম্বে ছাটাই বন্ধ এবং সাংবাদিকদের যথাযথ প্রাপ্য বেতনাদি পরিশোধের আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, গত মঙ্গলবার ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের উপস্থিতিতে আলোকিত বাংলাদেশের কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট গঠনের পর কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ করে সাংবাদিক সমাজের প্রতি হুমকি ছুঁড়ে দিয়েছেন। যা নজীরবিহীন এবং গভীর উদ্বেগজনক।
তারা বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ডিইউজে তার সদস্যদের স্বার্থ রক্ষায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
ডিইউজের আলোকিত বাংলাদেশ ইউনিট গঠন
এদিকে ডিইউজের দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ইউনিট চিফ হিসেবে যুগ্ম বার্তা সম্পাদক মুস্তফা মনোয়ার সুজন এবং ডেপুটি চিফ হিসেবে সিনিয়র রিপোর্টার আজিজুল ইসলাম মামুনকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
ইউনিট গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘আলোকিত বাংলাদেশের কর্মীদের নিয়ে মালিকপক্ষ যা শুরু করেছে তা চলতে দেওয়া হবে না। তারা যদি প্রয়োজন মনে করে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে লোকবল ছাঁটাই করতে হবে। কাউকে ডেকে নিয়ে মালিকপক্ষের লোকজন বলে দিলেই চাকরি যাবে না।’
তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে কর্তৃপক্ষ কিছু করতে চাইলে, পরিণাম ভালো হবে না। সংবাদপত্রে জিএম বা এমডি পদ বলে কিছু নেই। আমাদের সঙ্গে সম্পাদকের কথা বলতে হবে।
সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগ দিয়ে কেউ যদি কোনও সাংবাদিকের ক্ষতি করার পাঁয়তারা করে তাদের সবখানে প্রতিহত করা হবে। এটা আমাদের জীবিকা নির্বাহের পেশা।
তিনি বলেন, আমরা নির্দেশ দিয়ে যাচ্ছি, মৌখিক কথা বা প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে কেউ অফিসে আসা বন্ধ করবেন না। কাউকে ছাঁটাই করতে হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নয়তো আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।
মঙ্গলবার আলোকিত বাংলাদেশ অফিসে ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক খোন্দকার মুহাম্মদ খালেদ ও ডিইউজের জনকল্যাণ সম্পাদক মেহেদি হাসান, সাংবাদিক নেতা জামাল উদ্দিনের উপস্থিতিতে এ ইউনিট গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ফজলুল হক শাওন।
(ঢাকাটাইমস/২২অক্টোবর/এএ/এমএটি)