logo ০৯ মে ২০২৫
না ফেরার দেশে সাংবাদিক আল আমিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ অক্টোবর, ২০১৪ ০৯:০৯:৪১
image

ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দ্য রিপোর্টের বার্তা সম্পাদক মো. আল-আমিন। সোমবার ভোরে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) রেজাউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।


নিহতের ছোট ভাই নুরুল আমিন বলেন, বুধবার অফিসে যাওয়ার সময় আল-আমিন বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি রাস্তায় বসে পড়েন। সে সময় তিনি বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি।বৃহস্পতিবার পুনরায় ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। ওই দিন বিকেলেই এনজিওগ্রাম করে রিং পরানো হয়।


হাসপাতালে আনার পর থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুসে পানি জমার কারণে রবিবার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। সাংবাদিক আল-আমীন গাইবান্ধার ডেবিট কোম্পানি পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ১৯৬৮ সালের ২ জুন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন তিনি।


এর আগে তিনি ডেইলি স্টার, ডেইলি সান ও প্রাইম খবরের গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।


আল-আমিন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ছিলেন।


(ঢাকাটাইমস/২০অক্টোবর/এমআর)