logo ০৯ মে ২০২৫
ক্যান্সারাক্রান্ত সাংবাদিক জাকিরের চিকিৎসায় সহায়তা কামনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ অক্টোবর, ২০১৪ ১৯:১৭:৪১
image

ঢাকা: গলার ক্যান্সারে আক্রান্ত দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক হোসাইন জাকির। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার। চিকিৎসার খরচ যোগাতে সরকার, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।


এদিকে রাজধানীর ডেলটা হাসপাতাল থেকে জাকিরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) স্থানান্তরিত করা হয়েছে। শনিবার সকাল ১০টায় তাকে হাসপাতালে নেওয়া হয়।


জাকির বর্তমানে হাসপাতালের সি ব্লকের সপ্তম তলায় নাক, কান ও গলা বিভাগের ৭৩৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন।


সাংবাদিকের ছোট ভাই রবিউল ইসলাম জানান, গলায় ঘা থেকে এ ক্যান্সারের সৃষ্টি। গত ১৪ অক্টোবর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ক্যান্সার ধরা পড়ে।


তিনি জানান, তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার কথা। পাসপোর্ট করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ভিসার কাজও শেষ হবে বলে তিনি আশা করেন।


তিনি বলেন, ‘ভাইয়ের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। ভাইয়ের সহকর্মীরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ইতোমধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ চাইলে ব্যক্তিগত পর্যায়েও সহায়তা করতে পারেন।’


হোসাইন জাকির এর আগে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি, আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।


পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য দ্রুত আমাকে বিদেশে নিয়ে যেতে হবে। চিকিৎসকদের ধারণা, দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে গেলে আমি পুরোপুরি সুস্থ্য উঠতে পারি। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় হতে পারে।

সুচিকিৎসার জন্যে সহযোগিতা কামনা কামনা করেছেন পরিবার।

ব্যাংক একাউন্ট নম্বর

ফরিদা ইয়াসমিন--সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫৪০১০২৯৩১৭৮৮০০১

ব্র্যাক ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

যোগাযোগ

(হোসাইন জাকির)

ফোন: ০১৮১৯-৫৪৪৪৫৪

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএম)