রামপুরায় ট্রাক চাপায় সাংবাদিক সাবিহা নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ অক্টোবর, ২০১৪ ১৭:৩২:২২
ঢাকা: রাজধানীর রামপুরায় ট্রাকের চাপায় সাবিহা সিদ্দিকী নামে এক সাংবাদিক নিহত হয়েছে। তিনি একজন এক ফ্রিল্যান্স সাংবাদিক । সাংবাদিকতার পাশাপাশি তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের সক্রিয়কর্মী ছিলেন।
পথচারী শোভন দেবনাথ জানান, রাস্তা পার হওয়ার সময় সাবিহাকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে সাবিহার মৃত্যু হয়।
সাবিহার বোন রাবেয়া সিদ্দিকী স্নিগ্ধা জানান, তারা মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় থাকেন। দুপুর ১টার দিকে তার বোন কোয়ান্টাম ফাউন্ডেশনের বনশ্রী শাখায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মোজাম্মেদ হক সাবিহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবিহার বাড়ি ফরিদপুরে। তার বাবা মৃত সোহরাব আহমেদ সিদ্দিকী।
ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)