শুভ জন্মদিন অঞ্জন দা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ অক্টোবর, ২০১৪ ১৮:২৯:৫৩
ঢাকা: টকশো উপস্থাপক ও সাংবাদিক অঞ্জন রায়ের আজ জন্মদিন। ১৯৭২ সালের ১৭ অক্টোবর তিনি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
অঞ্জন রায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় আছেন। তিনি একুশে টেলিভিশনে ‘একুশে রাত’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। পরে সেখান থেকে জি-টিভিতে যোগ দেন। বর্তমানে তিনি জি-টিভির ‘সংবাদ সংলাপ’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।
জন্মদিনে অসংখ্য ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অঞ্জন রায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক অঞ্জন রায়কে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।
(ঢাকাটাইমস/ ১৭ অক্টোবর/ জেডএ.)