logo ০৯ মে ২০২৫
ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ব্র্যাডলি আর নেই
ঢাকাটাইমস ডেস্ক
২২ অক্টোবর, ২০১৪ ১৫:৪০:৩৩
image

ঢাকা: ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক বেন ব্র্যাডলি আর নেই। মঙ্গলবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।


জানা যায়, ওয়াশিংটনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।


বেন ব্র্যাডলি ১৯৬৮ থেকে ১৯৯১ পর্যন্ত ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় পত্রিকাটিকে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমে নিয়ে যেতে সক্ষম হন ব্র্যাডলি।


যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘দ্য প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম’ পুরস্কার লাভ করেন বেন ব্র্যাডলি ২০১৩ সালে।


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সম্পর্কে মন্তব্য করেছেন, বেন ব্র্যাডলি ওয়াশিংটন পোস্টকে বিশ্বের অন্যতম সেরা সংবাদ মাধ্যমের পর্যাদায় নিয়ে যেতে পেরেছেন। তিনি সফল।


উল্লেখ্য, ১৯৬৫ সালে ওয়াশিংটন পোস্টের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন ব্র্যাডলি। এর ঠিক ৩ বছর পর দায়িত্ব পান নির্বাহী সম্পাদকের।


(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেএস)