টঙ্গীতে সাংবাদিকের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ০০:১৬:৩১
টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক নয়া দিগন্তের টঙ্গী প্রতিনিধি শেখ আজিজুল হক (৪০) মারাত্মক জখম হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে টঙ্গীর চেরাগ আলীর ডেস্কো অফিসের সামনে হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আজিজুল হক জানান, পায়ে হেটে টঙ্গীর রাজিয়া সুলতানা রোডের বাসায় ফেরার পথে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত ও কিল-ঘুষি মারতে থাকে। অস্ত্রের আঘাতে তার পিঠে জখম এবং মাথা ও ডান চোখে আঘাত পান। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপটি খোয়া যায়।
আহত সাংবাদিককে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসেন। আজিজুল হকের দাবি সংবাদ পরিবেশন করায় ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।
(ঢাকাটাইমস/ ২৩ অক্টোবর/ এইচএফ/ঘ.)