logo ০৯ মে ২০২৫
নিয়মিত সম্প্রচারে এনটিভি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ অক্টোবর, ২০১৪ ১৩:৫১:২৯
image

ঢাকা:রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন ধরে যাওয়ার পর ওই ভবনে অবস্থিত এনটিভি সন্ধ্যার খবরের মাধ্যমে নিয়মিত সম্প্রচারে ফিরেছে।


রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে আগুন লাগার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধা থাকার পর সম্প্রচারে আসে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। তবে ওই ভবেন থাকা আরটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে।


এনটিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) জহিরুল আলম জানান,  বিএসইসি ভবনে আগুনের কারণে এনটিভির সম্প্রচার সাময়িক বন্ধ ছিল। তবে সবার চেষ্টা ও আন্তরিকতায় আমরা আবার খুব দ্রুত সম্প্রচারে এসেছি। আগের মতোই নিউজ ও অনুষ্ঠান সম্প্রচার চলবে।


সম্প্রচারের জন্য অন্য আরেকটি বিকল্প স্টেশন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইম্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে আগুন লাগার পরই বেসরকারি টেলিভিশন এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।বেলা পৌনে ১১টার দিকে ১১ তলা বিএসইসি ভবনে আগুন লাগে। এনটিভি, আরটিভি এবং আমার দেশসহ প্রায় ৩০টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে সেখানে।


আগুন লাগার পর বেলা ১২টার দিকে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ হয়ে যায় বলে জানান এনটিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই)  জহিরুল আলম ও আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হক।


বিএসইসি ভবনের ছয় তলায় আরটিভির কার্যালয়, সাত তলায় এনটিভি এবং ১১ তলায় আমার দেশের কার্যালয়। এছাড়া ছাদের ওপর এনটিভির দুটি টিনশেড কক্ষ আছে।


আগুনের কারণে ভবনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যাওয়ায় সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে বলে জানান জহিরুল ও আনোয়ার।


তবে প্রতিষ্ঠান দুটির সম্প্রচার যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তারা।


তারা বলছেন, আগুন লাগার পর তাদের অধিকাংশ কর্মীই নেমে আসেন। তবে ১১ তলায় কেউ আটকা পড়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি এ ভবনেই আগুন লেগে এনটিভি, আরটিভি ও আমার দেশসহ ১০টি প্রতিষ্ঠানের কার্যালয় পুড়ে যায়।


(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এইচআর/এমএম)