logo ০৯ মে ২০২৫
উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক জাকিরকে মুম্বাই নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ অক্টোবর, ২০১৪ ১৮:০০:০৮
image

ঢাকা: উন্নত চিকৎসার জন্য সাংবাদিক হোসাইন জাকিরকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার  দুপুর ১টা ১০টা মিনিটে জেট এয়ারলাইনন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

সমবেদনা, সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হোসাইন জাকির বলেছেন ‘এ পৃথিবীতে ভালোবাসা অমূল্য।  মানুষের এতো ভালোবাসা কখনো ভুলবার নয়। আমাকে সবাই এতো ভালবাসে তা বুঝতে পেরেছি এ ক’দিনে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত রয়েছেন হোসাইন জাকির।  পেশাজীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পেয়েছেন তিনি।

দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ হয়ে দৈনিক যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন হোসাইন জাকির। তিনি আলোকিত বাংলাদেশে ছিলেন প্রধান প্রতিবেদক হিসেবে।এরপর দৈনিক আজকের প্রত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব গ্রহণ করেন।

পরিবারেরর সদস্যরা জানান, এ সাংবাদিক খুব বেশি পান খেতেন।  একসময় এর প্রভাবে মুখে দাঁতের মাড়ির একপাশে ক্ষত সৃষ্টি হয়। তাতেই ছড়ায় ক্যান্সার।

বেশ কিছুদিন অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে।এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসার স্বার্থে তার জন্যে সবার সহযোগিতার বিষয়ে সহকর্মীদের সম্মতি দিয়েছেন হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ পরিবারের সদস্যরা। এক কন্যা নিলয় (১৪ বছর), দুই পুত্র সন্তান আকাশ (১১ বছর) ও স্বপ্ন (দেড়বছর) কে নিয়ে পশ্চিম মনিপুরে ভাড়া বাসায় থাকেন তিনি।

চিকিৎসার বিষয়ে স্ত্রী ও জাকিরের ভাইয়েরা জানান, বর্তমানে  দূরারোগগ্য ক্যান্সারে আক্রান্ত হোসাইন জাকিরের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ক্যান্সার নির্ণয়ের শুরু থেকেই  রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল (কেবিন ৬১১) ডা. এম এস সারওয়ার আলম (অব. লে. ক.)-এর অধীনে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।   তিনি সেখানে কেবিন ব্লক সি’র  ৭তম তলার ২১৪ নম্বর বেডে ছিলেন।  উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তও তার খোঁজ-খবর নিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা জানিয়েছেন; ‘দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে গেলে তিনি পুরোপুরি সুস্থ্য উঠতে পারেন।  এতে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় হবে।

সুচিকিৎসার জন্যে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

ব্যাংক একাউন্ট নম্বর: ফরিদা ইয়াসমিন--সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫৪০১০২৯৩১৭৮৮০০১; ব্র্যাক

ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।


(ঢাকাটাইমস/ ২৮ অক্টোবর/ ইরা)