logo ০৯ মে ২০২৫
তথ্য প্রাপ্তি নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ অক্টোবর, ২০১৪ ১৪:৫৫:২১
image


ঢাকা: তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারণা লাভের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ধারা অব্যাহত রাখা গেলে নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা  সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আজ দ্বিতীয় পর্যায়ে পঞ্চম ব্যাচের কর্মশালার সূচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক তথ্য কমিশনার এম এ তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও ডিআরইউ’র প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব মাহফুজা জেসমিন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘সমাজের তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে নিজের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হবে।’

ডিআরইউ’র উদ্যোগে ধারাবাহিক আয়োজনের পঞ্চম ব্যাচের এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নেন।

তথ্য মন্ত্রণালয় ও তথ্য কমিশনের সহায়তায় ডিআরইউ তার সদস্যদের মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে প্রতি ব্যাচে ৫০ জন করে পর্যায়ক্রমে ৫শ’ জনকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে জানাতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এর আগে গত বছর প্রথম পর্যায়ে ডিআরইউ’র সদস্য ৫শ’জন সাংবাদিককে এই কর্মশালার আওতায় আনা হয়েছিল।

গত ২২ আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মশালা শুরু হয়ে এ পর্যন্ত ২৫০ জন গণমাধ্যমকর্মী এই কর্মশালায় অংশ নেয়। আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার ষষ্ঠ ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এইচআর/এমএম)