logo ০৯ মে ২০২৫
বন্ধ হয়ে গেল সাপ্তাহিক ২০০০
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩১ অক্টোবর, ২০১৪ ১৪:৫৪:১৮
image

ঢাকা: ১৭ বছর পর বন্ধ হয়ে গেল দেশের অন্যতম পত্রিকা সাপ্তাহিক ২০০০। দীর্ঘদিন লোকসানে থাকার পর কর্তৃপক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা দিয়েছেন।


মঙ্গলবার পত্রিকাটির একটি সংখ্যা প্রকাশিক হয়েছে। তবে আর কোনো সংখ্যা প্রকাশিত হবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।


মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ২৯ অক্টোবর বিকালে পত্রিকাটির সম্পাদক মইনুল আহসান সাবের সাপ্তাহিক ২০০০ বন্ধের ঘোষণা দেন।


এ বিষয়ে সাপ্তাহিক ২০০০-এর প্রধান প্রতিবেদক খন্দকার তাজউদ্দিন বলেন, ‘২৯ অক্টোবর মালিক পক্ষ বৈঠক করে সাপ্তাহিক ২০০০ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।’


পত্রিকাটির আর কোনো সংখ্যা বের হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে সম্পাদক চাইলে বের করতে পারেন।’


প্রসঙ্গত, ১৯৯৮ সালে সাপ্তাহিক ২০০০ চালু করা হয়। মরহুম সাংবাদিক শাহাদাত চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক।


(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এমআর)