ঢাকা: আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জামায়াত ইসলামির আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের খবর ফলাও করে প্রকাশ করা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বিবিসি এবং আল-জাজিরা নিউজ ব্রেকিং নিউজ হিসেবে খবরটি প্রকাশ করতে থাকে।
বাংলাদেশের ইসলামী নেতার ফাঁসির রায়, এই শিরোনামে খবর প্রকাশ করে বিবিসি অনলাইন।
আল-জাজিরার খবরে বলা হয়, জামায়াতের আমিরের ফাঁসির রায়।
পাকিস্তান ভিত্তিক ডন নিউজও রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই এই খবর প্রকাশ করে। ডন নিউজের খবরে বলা হয়, ‘বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইবুনাল জামায়াতে ইসলামির আমিরের ফাঁসির রায় দিয়েছে’।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও নিজামীর ফাঁসির রায়ের খবর গুরুত্ব নিয়ে প্রকাশ করা হয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, যুদ্ধপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতের আমিরের ফাঁসির রায়।
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ছিলেন।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেএস)