logo ০৯ মে ২০২৫
জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন ১৭১ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৪ ২২:৩৬:০৪
image

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের বহুল কাঙ্ক্ষিত সদস্য পদ পেলেন ১৭১ জন সাংবাদিক। সরকার সমর্থক ও বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিকদের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই দীর্ঘ ৮ বছর পর জাতীয় প্রেসক্লাবে নতুন সদস্যপদ দেয়া হলো। শনিবার গভীর রাতে ১৭১ জন নতুন সদস্যের তালিকা প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে। তার আগে শনিবার সন্ধ্যা থেকে রাত ২টা পযন্ত প্রেস ক্লাব ম্যানেজিং কমিটির সভায় তালিকা চূড়ান্ত হয়।


জানা গেছে, দু’পক্ষ থেকে ৭৫জন করে ১৫০ জন, ঐকমত্যের ভিত্তিতে ১৫জন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের কোটায় ৬ জনকে সদস্য পদ দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের তীব্র বিরোধীতার কারণে দৈনিক আমার দেশ এর কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানকে সদস্য পদ দিতে পারেনি ক্লাব ব্যবস্থাপনা কমিটি। মাহমুদুর রহমানের সদস্যপদ ইস্যুতে গত কয়েকদিন দু’পক্ষের মধ্যে দরকষাকষি চলছিল।


রবিবার দিনভর নতুন সদস্যপদ প্রাপ্তরা প্রেস ক্লাবে ভিড় করে উচ্ছ্বাস প্রকাশ করেন। পক্ষান্তরে দীর্ঘ প্রতীক্ষার পরও যারা সদস্য হতে পারেননি তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। অনেক সিনিয়র সাংবাদিকও সদস্য হতে পারেননি। আবার দু’পক্ষেরই অনেক জুনিয়র সাংবাদিক সদস্য হয়েছেন। সরকার সমর্থক ও বিরোধীদের সমঝোতার ভিত্তিতে সদস্য পদ দেয়ায় দু’পক্ষ থেকে যাদের তালিকা দেয়া হয়েছে তারাই সদস্য পদ পেয়েছেন।


আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনকে সামনে রেখে এ সদস্যপদ দেয়া হলো। যদিও নির্বাচন ঘিরে দুই প্রধান রাজনৈতিক শক্তির সমর্থক সাংবাদিকদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তা নতুন সদস্যপদ দেয়ার মধ্য দিয়ে থামবে কিনা সেটা দেখার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। চলতি সপ্তাহেই প্রেস ক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।