ডিআরইউতে তথ্য অধিকার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ নভেম্বর, ২০১৪ ১৬:৫১:২০

ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে সাংবাদিকদের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ডিআরইউ’র উদ্যোগে নবম ব্যাচের ওই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নেন।
ডিআরইউ’র প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আজ দ্বিতীয় পর্যায়ে নবম ব্যাচের ওই কর্মশালার সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক তথ্য কমিশনার এম এ তাহের, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র প্রধান প্রতিবেদক মধুসূদন মন্ডল ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব মহফুজা জেসমিন। ডিআরইউ’র অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মানিক মুনতাসির এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয় ও তথ্য কমিশনের সহায়তায় ডিআরইউ তার সদস্যদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে প্রতি ব্যাচে ৫০ জন করে পর্যায়ক্রমে ৫শ’ জনকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে জানাতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এর আগে গত বছর প্রথম পর্যায়ে ডিআরইউ’র সদস্য ৫০০ জন সাংবাদিককে এই কর্মশালার আওতায় আনা হয়েছিল।
গত ২২ আগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মশালা শুরু হয়ে এ পর্যন্ত সাড়ে ৪শ’ জন গণমাধ্যমকর্মী এই কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সকল স্তরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সম্যক ধারণা লাভের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ধারা অব্যাহত রাখা গেলে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তারা বলেন, সমাজের সকল পর্যায়ের মানুষকে নিজের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে শেষ ব্যাচের কর্মশালা এবং দ্বিতীয় পর্যায়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এইচআর/এমএটি)