হোসাইন জাকিরকে আর্থিক সহায়তা দিলো এসআরএফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ নভেম্বর, ২০১৪ ১৮:৩৪:১৯
ঢাকা: ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরের চিকিসার জন্য পাশে দাড়ালে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-এসআরএফ। তার সুচিকিৎসার্থে ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিলো সংগঠনটি।
শুক্রবার জুম্মার নামাজের পর হোসাইন জাকিরর কাজী পাড়ার বাসায় গিয়ে তার স্ত্রীর হাতে ৫৫ হাজার টাকা তুলে দেন ফোরামের সভাপতি শ্যামল সরকার। এসময় সংগঠনের সহ-সভাপতি তালুকদার হারুণ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও অর্থ সম্পাদক দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ হোসাইন জাকিরের আশু রোগ মুক্তি কামনা করেন। উল্লেখ্য তরুণ সাংবাদিক হোসাইন জাকির ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি কেমো নিচ্ছেন। শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এইচআর/এমএম)