logo ০৯ মে ২০২৫
বাগেরহাটের সাংবাদিক লুলু আর নেই
বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৪ ১০:৩০:১৭
image

বাগেরহাট: বাংলাদেশ বেতারের বাগেরহাট জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর জুলফিকার আলী লুলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)।


মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।


তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার ভাই।


ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল ও তার শহরের বাসায় সহকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।


দুপুর ২টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে প্রথম ও বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার টেংরাখালীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মরহুম মীর জুলফিকার আলী লুলু ছিলেন খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। এছাড়া আবহনী ক্রীড়া চক্রের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।


(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)