জগলুল চৌধুরীর নামাজে জানাজা কাল, তদন্তে কমিটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৪ ১০:৫০:৩৯

ঢাকা: সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমদে চৌধুরীর মৃত্যুর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জগলুল আহমেদের মৃত্যুর কারন খতিয়ে দেখতে এবং এ ব্যাপারে একটি সুপারিশমালা তৈরিতে পাঁচ সদসের্র কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিশিষ্ট এই সাংবাদিকদের মৃত্যুর কারণ খতিয়ে দেখবে। তাদেরকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে জগলুল আহমেদ চৌধুরী নামাজে জানাজা কাল সোমবার অনুষ্ঠিত হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার সকাল ১০টায় সংসদ এভিনিউতে সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
সড়ক দুর্ঘটনায় জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনার কারণ নির্ধারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী জানান, কমিটির প্রধান বিআরটিএর পরিচালক যুগ্মসচিব মশিউর রহমান, সদস্য হিসেবে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ট্রাফিক পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমদ, ডিটিসিএ-এর নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) ট্রাফিক কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় পেছন থেকে আসা অপর একটি বাসের ধাক্কায় তিনি মারা যান।
আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষকখ্যাত জগলুল আহমেদ চৌধুরী মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বিরোধীদলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন ও জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
জানাজা সোমবার
এদিকে আজ সকালে (৩০ নভেম্বর) জগলুল আহমেদের বড়বোনের ছেলে মারিফ মাহমুদ বলেছেন, ওনার বড় মেয়ে অন্তরা চৌধুরী আমেরিকা থেকে সোমবার ভোর সকাল ৬টায় দেশে ফিরবেন। এরপর সকাল ১১টায় বনানী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ২য় জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।
জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/ ৩০নভেম্বর/ জেডএ.)