ডিআরইউতে এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ নভেম্বর, ২০১৪ ১১:৫৭:১২

ঢাকা: ঢাকার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয় প্রাঙ্গণে এজিএম শুরু হয়। শেষ হয় বেলা আড়াইটায়। এতে অংশ নেন ডিআরইউর সাংবাদিক নেতা ও সদস্যরা।
ডিআরইউর ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার। এবারের নির্বাচনে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত্ হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মো. জামাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের চিফ অ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন ।
সাধারণ সম্পাদক পদেও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন বিবিসি ঢাকায় কর্মরত রাকিব হাসনাত সুমন, সাবেক যুগ্ম সম্পাদক ও দেশ টিভিতে কর্মরত নজরুল কবীর, সাবেক যুগ্ম সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ইলিয়াস হোসেন এবং সংগঠনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তরের শফিউল আলম রাজা। এর মধ্যে রাকিব হাসনাত সুমন ২০১১ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন।
এ ছাড়া সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন- দ্য ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ ও বাংলার চোখের সাব্বীর মাহমুদ। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন- ডেইলি স্টারের ফেরদৌস মুবারক, জিটিভির সালাম ফারুক ও দৈনিক বর্তমানের রেজাউর রহিম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন- আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী ও ডেইলি সানের শওকত আলী খান।
দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন- বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল ও প্রাইম নিউজের মেহেদী আজাদ মাসুম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন- দৈনিক নয়া দিগন্তের মঈনুদ্দীন খান ও দৈনিক অর্থনীতি প্রতিদিনের কামরুজ্জামান কাজল ও সৈয়দ সোহরাব।
একজন করে প্রার্থী থাকায় অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আশরাফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক পদে আইরীন নিয়াজী মান্না, আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের আজিজুল পারভেজ ও ক্রীড়া সম্পাদক পদে বদরুল আলম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যপদে সাতটি পদের বিপরীতে আটজন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে দৈনিক আমার দেশের মাহমুদা ডলির মনোনয়নপত্র বাতিল হওয়ায় বাকি সাতজন-ঢাকা টাইমসের হাবিবুর রহমান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, এবিসি রেডিওর শাহনাজ শারমীন, দৈনিক মানব কণ্ঠের হরলাল রায় সাগর, আরটিভির ফারুক খান, ওসমান গনি বাবুল ও দৈনিক সংগ্রামের কামাল উদ্দীন সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
(ঢাকাটাইমস/ ২৯ নভেম্বর/ এইচএফ/ঘ.)