২৪ ঘণ্টার মধ্যে দৈনিক বর্তমানের অচলাবস্থা নিরসনের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৪ ২১:৪৬:৩৩

ঢাকা: দৈনিক বর্তমান হঠাৎ বন্ধ ঘোষণা করায় প্রতিবাদ জানিয়েছে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা শিগগির পত্রিকাটির অচলাবস্থা দূর করে কাজের পরিবেশ ফিরিয়ে দিতে মালিকপক্ষের কাছে দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর মতিঝিলে পত্রিকাটির কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা এক জরুরি সভা করে। সাংবাদিকরা বলেন, আগে থেকে কোনো ধরনের নোটিশ ছাড়াই দৈনিক বর্তমান হঠাৎ বন্ধ করে দেয়া একটা হটকারি সিদ্ধান্ত। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
সাংবাদিকদের ওই সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ সংহতি জানান। সংক্ষিপ্ত বক্তৃতায় পত্রিকাটির মালিকপক্ষের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিনা নোটিশে পত্রিকা বন্ধ করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে বর্তমানের অচলাবস্থা নিরসন করতে হবে। আগামীকাল থেকে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্তব্য পালন করবেন।’
সভায় বক্তৃতা করেন, দৈনিক বর্তমানের সাংবাদিক স্বপন দাশগুপ্ত, মুহাম্মদ নাঈমুদ্দিন, নজরুল ইসলাম, আনোয়ারুল করিম রাজু, সিরাজুল ইসলাম প্রমুখ।
গত ১ ডিসেম্বর থেকে দৈনিক বর্তমানের প্রকাশনা বন্ধ
রয়েছে। ওইদিন সকালে পত্রিকাটির সাংবাদিকরা মতিঝিলের সানমুন স্টার পাওয়ার ভবনে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে যান। দেখতে পান ওই ভবনের ১১ তলার লিফটটি বন্ধ। পরে উপরে উঠে দেখেন কলাপসিবল গেটও বন্ধ। সেখানে পত্রিকাটি বন্ধের নোটিশ টানানো। নোটিশে লেখা ‘দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।’
দৈনিক বর্তমান বাজারে আসে ২০১৩ সালের ২ জুলাই। এর মালিক কল্যাণপুর মিজান টাওয়ারের মিজানুর রহমান। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পত্রিকাটি বাজারে আসে ‘উদ্ভুত’ কায়েদায়। এর আগে বাংলাদেশে কোনো পত্রিকা এভাবে বিজ্ঞাপন দিয়ে বিরাট অংকের বেতনভাতায় সাংবাদিক নিয়োগ করা হয়নি। শুরুতে পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগ দেন বিশিষ্ট লেখক, সাংবাদিক রাহাত খান। পরে তিনি পদত্যাগ করেন।
প্রসঙ্গত, দৈনিক বর্তমানের মালিক ও প্রকাশক মিজানুর রহমান দুর্নীতি ও হেফাজতে ইসলামের মতিঝিলের ঘটনার মামলায় কারাগারে আছেন। তার জেলে যাওয়ার পর থেকেই পত্রিকাটির সংকট ঘনীভূত হতে থাকে।
(ঢাকাটাইমস/ ২ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)