বাংলাদেশ সাংবাদিক সমিতি রাউজান ইউনিটের নতুন কমিটি
রাউজান প্রতিনিধি,ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৪ ১৫:৩৪:৫৭

রাউজান: বাংলাদেশ সাংবাদিক সমিতি চট্টগ্রামের রাউজান ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় উপস্থিত সকল সাংবাদিকদের সম্মতিতে।
গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের জাহেদুল আলমকে।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বিদায়ী সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মীর আসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, সাংবাদিক জাহেদুল আলম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, মোরশেদ হোসেন চৌধুরী, এস.এম. ইউসুফ উদ্দিন, এম. রমজান আলী ও এস.এম. ফখরুল ইসলাম প্রমুখ।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- শফিউল আলম (সমকাল/সুপ্রভাত বাংলাদেশ) সিনিয়র সহ-সভাপতি, এম. বেলাল উদ্দিন (ইনকিলাব/কর্ণফূলী) সহ-সভাপতি, নেজাম উদ্দিন রানা (আলোকিত বাংলাদেশ) যুগ্ম সম্পাদক, প্রদীপ শীল (বীর চট্টগ্রাম মঞ্চ/বাংলাদেশ প্রতিদিন) কোষাধ্যক্ষ, শাহেদুর রহমান মোরশেদ (দৈনিক বর্তমান) সাংগঠনিক সম্পাদক, এম. রমজান আলী (ভোরের কাগজ) প্রচার ও প্রকাশনা সম্পাদক।
নির্বাহী সদস্যরা হলেন- তৈয়ব চৌধুরী (পূর্বদেশ ও যুগান্তর), মোরশেদ হোসেন চৌধুরী (দৈনিক সংবাদ), এস.এম. ইউসুফ উদ্দিন (আমাদের সময় /বীর চট্টগ্রাম মঞ্চ), এস.এম. ফখরুল ইসলাম (যায়যায়দিন)।
সভায় বিগত কমিটি নতুন কমিটির হাতে হিসাব প্রদান করে দায়িত্ব হস্তান্তর করেন।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)