দৈনিক বর্তমান কার্যালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৪ ১৬:২৫:৪৫

ঢাকা : সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দৈনিক বর্তমানের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছেন পত্রিকাটির সাংবাদিকরা। অবিলম্বে পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সাংবাদিকরা ঘোষণা করেছেন, অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। দফায়-দফায় এই ধর্মঘট চালিয়ে যাবেন তারা। দৈনিক বর্তমানের সাংবাদিক স্বপন দাশগুপ্তের নেতৃত্বে পত্রিকাটির সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারি এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন।
দৈনিক বর্তমানের সাংবাদিকদের এই ধর্মঘটের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা রিপোটার্স ইউনিটি, ডিআরইউ’র নব নির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি আলতাফ মাহমুদও এতে সংহতি প্রকাশ করেন। উল্লিখিত নেতৃবৃন্দ ধর্মঘট স্থলে গিয়ে দৈনিক বর্তমানের সাংবাদিকদের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকেও পত্রিকাটির কার্যালয়ে এর সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা এক জরুরি সভা করেন। ওই সভায় সাংবাদিকরা বলেন, আগে থেকে কোনো ধরনের নোটিশ ছাড়াই দৈনিক বর্তমান হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হঠকারি। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
মঙ্গলবারের ওই সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ সংহতি জানান। এক সংক্ষিপ্ত বক্তৃতায় পত্রিকাটির মালিকপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিনা নোটিশে পত্রিকা বন্ধ করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক বর্তমানের অচলাবস্থা নিরসন করতে হবে। আগামীকাল থেকে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্তব্য পালন করবেন।’
ওই সভায় বক্তৃতা করেন, দৈনিক বর্তমানের সাংবাদিক স্বপন দাশগুপ্ত, মুহাম্মদ নাঈমুদ্দিন, নজরুল ইসলাম, আনোয়ারুল করিম রাজু, সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর থেকে দৈনিক বর্তমানের প্রকাশনা বন্ধ রয়েছে। ওইদিন সকালে পত্রিকাটির সাংবাদিকরা যথারীতি মতিঝিলের সানমুন স্টার পাওয়ার ভবনে অবস্থিত এর কার্যালয়ে কাজে যোগ দিতে যান। এসময় তারা ভবনটির ১১ তলার লিফটটি বন্ধ দেখতে পান। পরে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখেন কলাপসিবল গেটটিও বন্ধ। আর সেখানে পত্রিকাটি বন্ধের নোটিশ টানানো রয়েছে। নোটিশে লেখা ‘দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।’
দৈনিক বর্তমান বাজারে আসে ২০১৩ সালের ২ জুলাই। এর মালিক কল্যাণপুর মিজান টাওয়ারের মিজানুর রহমান। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পত্রিকাটি বাজারে আসে ‘অদ্ভুত’ কায়দায়। এর আগে বাংলাদেশে কোনো পত্রিকায় এভাবে বিজ্ঞাপন দিয়ে বিরাট অংকের বেতনভাতায় সাংবাদিক নিয়োগ করা হয়নি। শুরুতে পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগ দেন বিশিষ্ট লেখক, সাংবাদিক রাহাত খান। পরে তিনি পদত্যাগ করেন।
দৈনিক বর্তমানের মালিক ও প্রকাশক মিজানুর রহমান দুর্নীতি ও হেফাজতে ইসলামের মতিঝিলের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়েরকৃত এক মামলায় কারাগারে আছেন। তার জেলে যাওয়ার পর থেকেই পত্রিকাটির সংকট ঘনীভূত হতে থাকে।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এমএটি)