logo ০৮ মে ২০২৫
বার্গম্যানের কুশপুতুলে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ডিসেম্বর, ২০১৪ ১৫:৫৯:৪২
image

ঢাকা: ব্রিটিশ সাংবাদিক বার্গম্যানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও তার কুশপুতুলে আগুন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।  মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় তার কুশপুতুল দাহ করা হয়।


বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস’ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ সাংবাদিক বার্গম্যান বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে কটূক্তি করেছেন, তা  বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। তার এই ধৃষ্টতা  বাংলাদেশের মানুষকে বিস্মিত করেছে।


মানববন্ধন শেষে সংগঠনের নেতারা সাংবাদিক বার্গম্যানের কুশপুতুল দাহ করেন। বাংলাদেশ সড়ক পবিরহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক ইনছুর আলী, কার্যকরী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক আর.এ. জামান প্রমুখ।


(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এমএম)