logo ০৮ মে ২০২৫
আবারো টিআইবি পুরস্কার পেলেন সাংবাদিক আলাউদ্দিন
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪১:২৯
image

খুলনা: দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন অনুসন্ধানী সাংবাদিকতায় চতুর্থবারের মতো টিআইবি পুরস্কার লাভ করেছেন।


মঙ্গলবার দুপুরে ঢাকার ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে  অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৪ বিতরণ অনুষ্ঠান থেকে তিনি এ পুরস্কার লাভ করেন।


এইচ এম আলাউদ্দিনের ৩০টি প্রতিবেদন গত বছর ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক পূর্বাঞ্চলে প্রকাশিত হয়। তার প্রতিবেদনগুলোর শিরোনাম ছিল ‘খুলনার স্বাস্থ্যসেবায় দূরাবস্থা’।


এইচ এম আলাউদ্দিন ছাড়াও এ বছরের টিআইবি পুরস্কার পেয়েছেন প্রিন্ট মিডিয়া জাতীয় ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর অরূপ রায় এবং ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এসএ টিভি’র সাজ্জাদ পারভেজ। এছাড়া ক্যামেরায় কামরুল হাসান সেলিম, আব্দুল আল মামুন ও সালাউদ্দিন তারেক। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে ৮০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা লাভ করেন।


টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।


উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে খুলনার স্বাস্থ্য সেবার হালচিত্র, ২০১১ সালে কোচিং নির্ভর শিক্ষা বিষয়ক ধারাবাহিক প্রতিবেদন ও ২০১৩ সালে শহরতলীতে ভূমিদস্যুদের উত্থানের ওপর ধারাবাহিক প্রতিবেদনের জন্য এইচ এম আলাউদ্দিনকে টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দেয়া হয়।


(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)