logo ০৮ মে ২০২৫
ঢাকা সাব এডিটর কাউন্সিল মেধাবৃত্তির দরখাস্ত আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ২০:১৬:০৬
image

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের মেধাবী সন্তানদের ২০১৩ সালের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা এবং ২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান করবে।


আগামী ৭ ডিসেম্বর থেকে ডিএসইসি সদস্যদের সন্তানদের কাছ থেকে নির্ধারিত ফরমে বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৫ ডিসেম্বর।


আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।


এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমান (০১৯১২৮০৬৬৮০), যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান (০১৭১৮৭৪৩৩০২), সদস্য নাসরীন গীতি (০১৮১৯০২০৫৩৯), সানজীদা সুলতানা (০১৭১২৭৪৩০৪৪) ও আনজুমান আরা শিল্পীর (০১৭১৫১১০৩৫১) সঙ্গে যোগাযোগ করা যাবে।


(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)