logo ০৮ মে ২০২৫
না ফেরার দেশে সাংবাদিক শেখ কল্লোল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ১৬:২৪:২৩
image

রংপুর: সাংবাদিক শেখ কল্লোল আহমেদ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার নিজ বাসভবনে মারা গেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।


দুপুরে জানাজা শেষে তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।


শেখ কল্লোল আহমেদ দীর্ঘ চল্লিশ বছর ধরে সাংবাদিকতায় জড়িয়ে ছিলেন। দীর্ঘ এই পথচলায় শেখ কল্লোল আহমেদ ঢাকায় সাপ্তাহিক জনকণ্ঠ (বর্তমান দৈনিক জনকণ্ঠ) পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকায় থাকাকালে দৈনিক বাংলা, দৈনিক লাল সবুজ, দৈনিক ঢাকা রিপোর্ট, দৈনিক জনতা ও সংবাদে সময় কেটেছে তার। এর আগে রংপুরে সাপ্তাহিক মহাকালে কাজ করতেন।


ঢাকা থেকে রংপুরে ফিরে দৈনিক বিজলী ও দৈনিক দাবানলে দায়িত্ব পালন করেন তিনি।


সবশেষে দৈনিক দাবানল পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন।


২০১১ সালের শেষের দিকে প্রবীণ এই সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন।


এসময় চিকিৎসকরা জানান, তার দু’টো কিডনিই অকেজো হয়ে গেছে। শারীরিকভাবে অচল হয়ে পড়া শেখ কল্লোল আহমেদ এর দীর্ঘ ৩ বছর বিছানার শুয়ে অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন।


এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহেমদ ঝন্টু, সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, দৈনিক দাবানল সম্পাদক ও সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মো. জুননুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর জাপার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, জেলা জাপার আহবায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা বিএনপি সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, রংপুর প্রেসক্লাব সভাপতি একেএম ফজলুল হক, সেক্রেটারি ওয়াদুদ আলী, রংপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারি মোজাফফর হোসেন, সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান প্রমুখ।


সাংবাদিক কল্লোল আহমেদ ১৯৬০ সালের ২৮ জুলাই রংপুরে জন্মগ্রহণ করেন।


মৃত্যুকালে একমাত্র পুত্র সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন।


(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)