logo ০৮ মে ২০২৫
আজ তথ্যমন্ত্রীর সঙ্গে বসছেন দৈনিক বর্তমানের সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ডিসেম্বর, ২০১৪ ২০:৩৪:৪৯
image


ঢাকা: দৈনিক বর্তমান পত্রিকার অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকে বসবেন সাংবাদিক নেতারা। বৈঠকে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পাওনা বেতন-ভাতা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে আলোচনা হবে। বুধবার সন্ধ্যায় দৈনিক বর্তমানের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের স্বার্থরক্ষায় গঠিত স্টিয়ারিং কমিটির সদস্য মুহাম্মদ নঈমুদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত আটদিন ধরে সাংবাদিকসহ অন্যরা ন্যায্য মতিঝিলে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছে। বুধবার কর্মসূচিতে সংহতি জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। মালিক পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘টালবাহনা না করে পত্রিকা খুলে দিন, ওয়েজবোর্ড অনুযায়ী একসঙ্গে বকেয়া বেতন পরিশোধ করুন, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘দৈনিক বর্তমানের এই আন্দোলনে পুরো সাংবাদিক সমাজ আপনাদের সঙ্গে আছেন। বিজয় আমাদেরই হবে। ন্যায্য পাওনা না দিয়ে পত্রিকার মালিক পার পাবে না। দ্রুত পত্রিকা খুলে দিন, লেঅফ করতে চাইলে ওয়েজবোর্ড অনুযায়ী পাওনা বুঝিয়ে দিন।’

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সানমুন স্টার টাওয়ারের প্রধান ফটক ও লিফট বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার একইসময়ে সানমুন টাওয়ারে তিনঘণ্টার জন্য তালা ঝুলিয়ে ও লিফট বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

দৈনিক বর্তমান সংগ্রাম কমিটির আহ্বায়ক স্বপন দাশ গুপ্তের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স  ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংবাদিক নেতা মেহেদী হাসান, অমিয় ঘটক পুলক, খন্দকার আলমগীর হোসেন, মোস্তফা মনোয়ার সুজন, আবু বকর, এম জসিম উদ্দিন প্রমুখ। গতকাল ৯ম দিনেও আন্দোলনে সংহতি প্রকাশ করেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।

(ঢাকাটাইমস/ ১০ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)