বেতারের হীরকজয়ন্তী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৪ ০১:২৫:২৫

ঢাকা: বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তিতে আজ হীরকজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় বেতার ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সভায় সভাপতিত্ব করবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি, প্রধানন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের সব কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হবে। আজ অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রামাণ্য ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন একক সংগীত পরিবেশন করবেন। সঙ্গে রয়েছে উদ্বোধনী নৃত্য ও নজরুলসংগীত। অপরদিকে শাহবাগ বেতার থেকে সকাল ৯টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির অংশগ্রহণে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তীর দ্বিতীয় দিনে আগামীকাল নানা আয়োজনের মধ্যে বেলা আড়াইটায় বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের শিশুশিল্পীসহ বিভিন্ন শিল্পীদের সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে খুলনার রূপান্তর থিয়েটার গ্রুপ পরিবেশন করবে পট গান। রাজশাহী কেন্দ্রের শিল্পীরা রাজশাহীর ঐতিহ্য নিয়ে পরিবেশন করবেন গম্ভীরা, টমটমের গান। সিলেট কেন্দ্র পরিবেশন করবে হজরত শাহজালাল (র.), হাছন রাজা ও শাহ আবদুল করিমের গান, সিলেটের আঞ্চলিক গান, মণিপুরী নৃত্য, রংপুর কেন্দ্রের পরিবেশনায় থাকবে ভাওয়াইয়া গান ও বিয়ের গীত, ঠাকুরগাঁও কেন্দ্র পরিবেশন করবে ধামের গান। রাঙ্গামাটি কেন্দ্র পরিবেশন করবে চাকমা জুম নাচ, ত্রিপুরা বোতল নাচ, লুসাই ব্যাম্বু নাচ। এছাড়াও পরিবেশন করা হবে রবীন্দ্রসংগীত, লালনগীতি, কবিতা আবৃত্তি, সেলিব্রিটিদের আড্ডা এবং শাস্ত্রীয় যন্ত্রসংগীত। হীরকজয়ন্তীর তৃতীয় দিনে ১৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁও জাতীয় বেতার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আমাদের বেতার; চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্লেব্যাক ‘বজ্রকণ্ঠ’, রক্তস্বাক্ষর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, চরমপত্র পাঠ, জল্লাদের দরবার নাটকের অংশবিশেষ পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ। চট্টগ্রাম কেন্দ্র পরিবেশন করবে কবিগান, বাংলা কাওয়ালী ও চট্টগ্রামের আঞ্চলিক গান। বরিশাল কেন্দ্র পরিবেশন করবে বরিশালের ঐতিহ্য নিয়ে জারি গান ও রম্য নাটক। এছাড়া ঢাকা কেন্দ্র এদিন পরিবেশন করবে বিশেষ নাট্যানুষ্ঠান ‘মৃত্যুহীন প্রাণ’, শাস্ত্রীয়সংগীত এবং গীতি নৃত্যনাট্য। সমাপনী দিন ১৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য সচিব মরতুজা আহমদ। এদিনের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের যন্ত্রসংগীত শিল্পীদের নিয়ে সমবেত অর্কেস্ট্রা, কুমিল্লা কেন্দ্র পরিবেশন করবে কুমিল্লার ঐতিহ্য নিয়ে গান, ব্রাহ্মণবাড়িয়ার জারি গান। বান্দরবান কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করবেন ত্রিপুরা ও মারমা গান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাচ। এছাড়াও রয়েছে গারো সমপ্রদায়ের পরিবেশনা, দোতরা, মানিক চাঁদের কেচ্ছা (নাটিকা), কৌতুক ও সংগীতানুষ্ঠান। চার দিনব্যাপী এসব অনুষ্ঠান আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)