সাংবাদিক জগলুল আহমেদকে স্মরণ করলো ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ ডিসেম্বর, ২০১৪ ২২:০৪:০০

ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও কীর্তিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কার্যালয়ের সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন বাদশা আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল অভিযোগ করেন, একজন মন্ত্রীর আপত্তির কারণে জগলুল আহমেদ চৌধুরীকে প্রাপ্য সম্মান দিতে পারেনি এই সরকার। তার মতো মেধাবী ও করিৎকর্মা সাংবাদিকের কাছ থেকে জাতি আরো অনেক কিছু পেতে পারতো। জগলুল আহমেদ চৌধুরীর ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ভবিষৎ প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএফইউজে মহাসচিব এম এ আজিজ বলেন, রাজনৈতিক সংকীর্নতার উর্ধ্বে স্থান দিতে হবে গণমাধ্যমকে। ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, আমরা সত্যিকারের ও পরিপূর্ন একজন সাংবাদিককে হারালাম।
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বাদশা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো ঘাতক বাসের চালক বা মালিক কেউই গ্রেফতার হয়নি। একটি ক্লিনিক সিলগালা হলেও কর্তব্যরত চিকিৎসক, ট্রাফিক, পুলিশ কারো ব্যাপারেই কোনো উদ্যোগ নেয়নি সরকার। এই ঘটনাকে হত্যাকান্ড দাবি করে, নৈরাজ্যকর সড়ক ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের আহবান জানান তিনি। জগলুল আহমেদ স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশের ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে ওশান গ্রুপের সহায়তায় নিহতের পরিবারকে ১ লাখ টাকার সহায়তা চেক প্রদাণ করা হয়। এই টাকায় সেরা কূটনৈতিক প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড দিতে ডিআরইউতে চেকটি জমা দেন নিহতের মেয়ে অন্তরা আহমেদ চৌধুরী।
সভায় আরো বক্তব্য দেন, ডিইউজে সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের আরেক অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ওশান গ্রুপের এমডি খন্দকার আলী আজম, প্রয়াত জগলুল আহমেদ চৌধুরীর মেয়ে অন্তরা আহমেদ চৌধুরী, ডিআরইউ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান, শফিকুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক ফেরদাউস মোবারক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, কল্যাণ সম্পাদক শাহনাজ শারমীন, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, সাবেক অর্থ সম্পাদক শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জগলুল আহমেদ চৌধুরীর বড় ভাই পেট্রোবাংলার সাবেক জিএম রোকন উদ্দিন আহমেদ চৌধুরী, ডিআরইউ বহুমুখী সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, ডিআরইউ এর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হরলাল রায় সাগর, হাবিবুর রহমান, কামাল উদ্দিন সুমন।
জগলুল আহমেদ চৌধুরী গত ২৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এইচআর/এমএটি)