ঢাকা: প্রবীণ সাংবাদিক ও কবি অরুণাভ সরকার আর নেই। ফুসফুসের দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তিম ইচ্ছা অনুযায়ী তিনি তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজকে দান করে গেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মরদেহ হস্তান্তর করা হবে।
অরুণাভ সরকারের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
কবি অরুণাভ সরকার ১৯৪১ সালের ২৯ মে টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন।
১৯৬৭ সালে দৈনিক সংবাদ দিয়ে তার কর্মজীবন শুরু। তিনি গণবাংলা, নিউ নেশন, নিউজ টুডে, দি ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এএম)