খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সভা ১৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৪ ২০:১০:১২

ঢাকা: খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার (কেডিজেএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন আগামি ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। বুধবার সংগঠনের কার্যনির্বাহি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ফোরামের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন কেডিজেএফ-এর সহ-সভাপতি হারুন জামিল। সাধারণ সভার কার্যসূচিতে থাকবে- নতুন কমিটি গঠন, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, গঠনতন্ত্র চুড়ান্তকরন ও বিবিধ কর্মসূচি।
সভায় সংগঠনের সহ-সভাপতি সৈয়দ সফি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, যুগ্ম-সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান ও সাব্বির নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, সংগঠনের নেতা একরামুল ইসলাম বিপ্লব, শেখ মাহমুদ এ রিয়াত, শফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সবার সিদ্ধান্ত মোতাবেক কেডিজেএফ-এর কার্যনির্বাহি কমিটির সভা আগামি ১৪ ডিসেম্বর রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। কেডিজেএফ-এর সভাপতি মধুসূদন মণ্ডল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ কার্যনির্বাহি কমিটির সকল সদস্যকে নির্বাহী কমিটির সভায় যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এইচআর/এমএটি)