logo ০৭ মে ২০২৫
সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণ জরুরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৪ ১৬:১৩:৫৭
image

ঢাকা : সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন আঞ্চলিক সাংবাদিক ফোরামগুলো সুশিক্ষিত ও দক্ষ সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাউকে সাংবাদিক পরিচয় দিতে হলে তাকে এ পেশার উৎকর্ষতার শীর্ষে পৌঁছাতে হবে। নিষ্ঠার সঙ্গে সামাজিক ও রাজনৈতিক কর্তব্যবোধ ধারন করলেই এ উৎকর্ষতা লাভ করা যায়।’


জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার আয়োজিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখত।


তিনি বলেন, ‘শেকড়কে কেন্দ্র করেই সবকিছু আবর্তিত হয়। তাই আমরা আমাদের শেকড়কে যেন না ভুলি। আমরা প্রত্যেকে নিজের অবস্থান সুদৃঢ় করে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিজ এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সাংবাদিকরা একই সঙ্গে সমাজকর্মীও বটে। আর এ জন্য আঞ্চলিক সাংবাদিক ফোরামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’


তিনি বলেন, ‘সাংবাদিকতার ক্ষেত্রে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন আঞ্চলিক সাংবাদিক ফোরামগুলো সুশিক্ষিত ও দক্ষ সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’


ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নির্বাচনে নিজ এলাকার প্রার্থীকে পাশ করানোই এসব আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলোর উদ্দেশ্য হওয়া উচিৎ নয়। আঞ্চলিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি ভাল সাংবাদিক তৈরি করতে পেশাগত উৎকর্ষতার জন্য অবদান রাখতে পারে এসব সংগঠনগুলো। পেশাগত নিরাপত্তার জন্যও এরা ভূমিকা রাখতে পারে।’


সত্যিকারের সাংবাদিকই যদি তৈরি করা না যায় তাহলে এসব সংগঠনের কোনো দরকার নেই বলে মন্তব্য করেন তিনি।


চূড়ান্ত বিচারে সাংবাদিকদের চেহারা পরিবর্তন ও পেশাগত উৎকর্ষতা বাড়াতে সবসময় খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন এ সাংবাদিক নেতা।


ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপরাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘আঞ্চলিক সাংবাদিক ফোরামগুলোর মূল লক্ষ্য হওয়া উচিৎ, মূল ধারার পাশাপাশি আঞ্চলিক স্বাতন্ত্রও বজায় রাখা। কারণ নিজ অঞ্চলের সংস্কৃতি ও ভাষা আমাদের বেঁচে থাকার আশা যোগায়।’ বিভাগের জেলা পর্যায়ের সংগঠনগুলো নিজ নিজ অঞ্চলের সঙ্কট নিরসনে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সভায় আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম মিন্টু, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি মধূসূধন মণ্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।


(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এইচআর/এমএটি)